সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এর মতবিনিময় সভা নওগাঁ পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতির কমিটি গঠন মধুপুরে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মে‌শিন বিতরণ নওগাঁর পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২ প্রথম মুক্তি যোদ্ধা নারী হলেন প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি ডিজিজ রোগ নওগাঁসহ বিভিন্ন উপজেলায় ঔষধ ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে সকাল-সন্ধা প্রতিকী ধর্মঘট মধুপুরে ছরোয়ার আলম খান আবু’র নির্বাচনী কর্মীসভা জনসভায় পরিনত নওগাঁর রাণীনগ-আত্রাই উপজেলায় তৃতীয় ধাপে ৩৮ জনের মনোনয়ন দাখিল নওগাঁর বিভিন্ন উপজেলায় ইরি বোরো ধান কাটা-মাড়াইকরা শুরু বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ২০২৪-২০২৬ নির্বাচনে ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের প্রার্থীদের পূর্ণ প্যানেলে ভোট দিন মনোহরদীতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা ও ক্লাবের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ মনোহরদীতে উপজেলা সেচ্ছাসেবী পরিষদের অর্থায়নে অসহায় পরিবারের হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর কালাইয়ে হয়েছে রহমতের বৃষ্টি নওগাঁর বদলগাছী উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল ও গাছ কাটার অভিযোগ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০ মাগুরায় প্রতিবেশীর হামলায় আহত ৪ চাঁদাবাজি,ভাংচুরের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নওগাঁর পত্নীতলায় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি ২ নেতাকে শোকোজ ঘোষণা

নওগাঁ জেলাসহ ১১ টি উপজেলায় তীব্র খরায় বোর- আমন চাষ নিয়ে চিন্তায় কৃষকের মাথায় হাত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৪৬ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁসহ ২১টি উপজেলার তীব্র খরায় বোর-আমন চাষ নিয়ে চিন্তায় কৃষকের মাথায় হাত
নওগাঁয় তীব্র খরা ও অনাবৃষ্টির কারণে বোর-আমন ধান নিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। টানা ১৫-২০ দিন বৃষ্টি না হওয়া ও তীব্র রোদে জমিগুলো ফেটে চৌচির হতে বসেছে। এদিকে গভীর নলকূপ থেকে টাকা দিয়ে ধানের জমিতে পানি দিতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার হেক্টর জমির আমন খরার কবলে পড়েছে।
মহাদেবপুর উপজেলা ৯নং চেরাগপুর ইউনিয়ন চৌমাশিয়া সরকার পাড়া কৃষক ধীরেন চন্দ্র সরকার অচিন্ত হাজরা মান্নান মন্ডল উজ্জ্বল সরকারসহ বলেন এ-ই চৌমাশিয়া সরকার পাড়া মাঠে প্রায় ২০-২৫ আগে বৃষ্টি পানিতে বোর-বর্ষালী ইরি লাগানো হয়েছে কিন্তু গভীর নলকুপের পানী প্রতিবিঘা আটশত থেকে ১ হাজার টাকা করে ধার্যকরেও সময় মত পানি পাচ্ছে না কৃষক ধিরেন চন্দ্র সরকার বলেন মড়ার উপর খাঁড়ার ঘাঁ আমার ৩বিঘা ইরির ধান ঐ দূর্যোগে পুরোধান নষ্ট হয়েছে আমি কোন সরকারি অনদান ও ভূরতুকি পাইনি,আবার আমন ধান সেচে আবাদ করা দুর্বিসহ হয়ে উঠেছে। ১০নং ভীমপুর ইউনিয়ন এই কৃষক জানান আমন ধান সেচে আবাদ করা প্রায় ১০-১২ হাজার টাকা খরচ হবে তাতে কৃষকের মাথায় হাত।
নিয়ামতপুর এলাকার কৃষক জসিম বলেন, “১৭-১৮ দিন আগের বৃষ্টির পানিতে আমনের ধান জমিতে লাগাতে পেরেছি। কিন্তু ১৫ দিন হতে বৃষ্টি না হওয়ার ফলে জমি শুকিয়ে ধান মরতে বসেছে।”
পোরশা উপজেলার কৃষক সজল বলেন, “আমাদের দিকে কিছু এলাকায় ধান জমিতে লাগানো আছে। এখনো বেশির ভাগ জমি বৃষ্টির পানির অভাবে চাষ দিতে পারিনি।”
বিএমডিএর গভীর নলকূপ থেকে পানি কিনে আবাদ করা সম্ভব হচ্ছে না বলে কৃষকরা জানান। কেননা, এই সময়ে জমি খরার কবলে পড়লে প্রচুর পানি লাগে। জমিতে পানি দেওয়ার জন্য সিরিয়াল নিতে হচ্ছে। সিরিয়ালের জন্য ৫-৬ -৭দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার কোনো সময় সকালে পানি পাব বলে গেলে দিন গড়িয়ে রাতে পানি পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে কৃষকরা খুব কষ্টের মধ্যে দিন যাপন করছেন।
মান্দা উপজেলার টিটিহারি গ্রামের কৃষক করিম বলেন, “আমাদের জমি পানির অভাবে চাষ দিতে পারিনি। বৃষ্টি ও গভীর নলকূপের পানি না থাকায় চরম অসুবিধায় পড়তে হচ্ছে।”
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সমসের আলী বলেন, “এই সময়েই ফসলের জন্যে বৃষ্টির পানি বেশি দরকার হয়। অথচ এবার বৃষ্টির দেখা নেই।”
সমসের আলী আরও বলেন, “ধান লাগানোর জন্য আরও উপযুক্ত সময় আছে। শ্রাবণ মাসজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এটাকে খরা বলব না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150