বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় স্থানীয় সরকার দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত!!!! মাগুরা সাংবাদিক ফোরাম সভাপতি মিরাজ আহমেদ,সম্পাদক ওবায়দুর জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু মান্তা নারী জেলেদের নেতৃত্ব নির্মাণ, ক্ষমতায়ন ও অধিকার সংরক্ষণ বিষয়ে সংলাপ বিধি নিষেধে ঝিনাইগাতি হাসপাতালের মুল গেইটে তালা! নওগাঁর মহাদেবপুরে পোস্ট অফিস মোড়ে সিএনজিতে চড়ে মাঝরাস্তায় সোনার বিস্কুট দেখিয়ে পরে থাকা গহনা ছিনতাই নওগাঁ আন্তঃজেলা চার্জার ভ্যান চোর চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থান পুলিশ!!!! নওগাঁর বিভিন্ন উপজেলায় অস্থায়ী বেদে জনগোষ্ঠী মানবেতর জীবন-যাপন করছে দেখার কেউ নেই!! পটুয়াখালীতে কমলাপুরে চাদাবাজদের বিরুদ্ধে অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন সরিষাবাড়ীতে টিউবয়েলের পানি খেয়ে ২১ শিক্ষার্থী অসুস্থ জামালপুরে হাবিবা হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪ রাঙ্গাবালীতে স্থানীয় সরকার দিবস পালন ও উন্নয়ন মেলা শেখ হাসিনা’র উন্নয়নের সফলতা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে হবে : শাহজাহান খান মানবতার ডাকে সাড়া দিয়ে জরুরি ভিত্তিতে স্বেচ্ছায় রক্তদান করলেন মন্টু ভাই শেরপুরের ঝিনাইগাতীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার -২ দুর্গাপুরে লাল নিশান টানিয়ে জমির দখল দিলেন আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু! নওগাঁ মানসুরা আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা!!!! জয়পুরহাটের কালাইয়ে হিমাগারে বেশি দামে আলু বিক্রি করায় জরিমানা নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোড মার্চে সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত!!!!!

পদ্মাসেতুতে ৯৬ দিনে টোল ২০০ কোটি টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ বার পঠিত

আদায় হলে সেতুর নির্মাণ ব্যয় ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা উঠবে ৩৮ বছরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করছেন, ভবিষ্যতে এই রুটে গাড়ি বাড়বে এবং নির্মাণ ব্যয় ২০ বছরে উঠে আসবে। সেটি করতে হলে বর্তমান হারের চেয়ে টোল আদায় বাড়াতে হবে পৌনে দুই গুণ। উদ্বোধনের তিন মাসের মাথায় পদ্মা সেতুর টোল আদায় দুই শ কোটি টাকা ছাড়িয়ে। গত ২৬ জুন থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯২ দিনে মাওয়া ও জাজিরা প্রান্তে মোট টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা। এই সময়ে সেতু পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২ টি যানবাহন।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৫ হাজার ৫৬৮ টি যানবাহন পারাপার হয়েছে, প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা।

অর্থাৎ সেতুর নির্মাণ ব্যয়ের ০.৬৬ শতাংশের মতো উঠে এসেছে তিন মাসে কম সময়ে। এই হারে টোল আদায় হলে সেতুর নির্মাণ ব্যয় ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা উঠবে ৩৮ বছরে। গত ২৫ জুলাই পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুলাই ভোর থেকে যান চলাচলের জন্য উন্মোচিত হয় সেতুটি। সেতুতে বিশৃঙ্খলা এড়াতে বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। তা না হলে টোল আরও বাড়তে পারত।
সেতু চালুর সেতু চালুর পর জুন মাসের ৫ দিনে ২৩ হাজার ৪২১ গড়ে পদ্মা সেতু পারাপার হয় মটরসাইকেল সহ ১ লাখ ১৭ হাজার ১০৪ টি যানবাহন। এই মাসের ৫ নে রাজস্ব আদায় হয় ১০ কোটি ১৪ লাখ ১ হাজার টাকা। জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এই মাসে সর্বোচ্চ ৫ লাখ ৮৭ হাজার ২০ টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ের মধ্যে প্রতিটি যানবাহন থেকে গড়ে ১ হাজার ৩৮৯ টাকা করে টোল আদায় করা হয়েছে।

এই মাসের ৩১ দিনে যানবাহন পারাপার হয় ৫ লাখ ৮৭ হাজার ২০টি, ওই মাসে টোল আদায় হয় ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। পরের মাস আগস্টের ৩১ দিনে সেতু পারাপার হওয়া ৪ লাখ ১২ হাজার ৩০৩টি যানবাহন থেকে টোল বাবাদ আদায় হয় ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। সেপ্টেম্বর মাসের ২৬ দিনে সেতু পার হওয়া ৩ লাখ ৩১ হাজার ৪২৫টি যানবাহন থেকে টোল আদায় হয় ৫০ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৪০০ টাকা।
এক দিনের হিসেবে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয় গত ১৬ জুন, আর টাকার অঙ্কে সর্বোচ্চ আদায় হয় গত ৮ জুলাই ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের আশা করছেন, কালনা সেতুর চালু হলে পদ্মা সেতুতে যানবাহনের চাপ আরও বাড়বে। প্রতিদিন গড়ে অতিরিক্ত অন্তত ৫০০ থেকে ৮০০ যানবাহন পারাপার হবে এই পথে। এতে আগামীতে সেতুর রাজস্ব আয় আরও অনেকাংশে বৃদ্ধি পাবে। সূত্র : নিউজবাংলা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150